চাদের ৯২ জন সেনাকে খতম করেছে বোকো হারাম

আফ্রিকার দেশ চাদের অন্তত ৯২ জন সেনাকে হত্যা করেছে উগ্র তাকফিরি বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম।
নাইজেরিয়ার সীমান্ত পার হয়ে আসা এসব বিদ্রোহী  সীমান্তবর্তী চাদের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পশ্চিমাঞ্চলীয় ল্যাক প্রদেশের বোমা এলাকায় সাত ঘণ্টা ধরে এই হামলা চলে। চাঁদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি ইতনো জানিয়েছেন, হামলায় তাদের কমিশন্ড এবং নন-কমিশন্ড সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার পর তিনি গতকাল ওই সেনাঘাঁটি পরিদর্শন করেন।
ইদ্রিস দেবি ইতনো বলেন, “এই প্রথম আমরা এত বেশি সেনা হারালাম।” নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা মুখপাত্র জানান, বোকো হারামের হামলায় সামরিক বাহিনীর অন্তত ২৪টি গাড়ি ধ্বংস হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি আর্মার্ড ভেহিকেলস রয়েছে। এছাড়া সন্ত্রাসীরা বেশ কয়েকটি স্পিডবোট নিয়ে গেছে।
সাম্প্রতিক মাসগুলোতে বোকো হারামের সন্ত্রাসীরা নাইজেরিয়া থেকে লেক চাদ এলাকায় তাদের হামলা জোরদার করেছে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিস জনসন করোনায় আক্রান্ত শুনে দৌঁড়ে পালিয়ে গেল তার উপদেষ্টা(ভিডিঔসহ)!

দেশটা কী পুলিসের বাবার নাকি-প্রশ্ন সাবেক হামাস প্রধান আল্লামা সাদের