আফগানিস্তানে হিন্দু-শিখ মন্দিরে ২০০ পণবন্দি

আফগানিস্তানরে রাজধানী কাবুলের একটি শিখ-হিন্দু মন্দিরে অন্তত ২০০ ব্যক্তিকে পণবন্দী করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান আজ (বুধবার) জানান, নিরাপত্তা বাহিনী ওই এলাকা ব্লক করে রেখেছে এবং পণবন্দীদের উদ্ধারে জন্য বন্দুকধারীদের সঙ্গে লড়াই করছে। তিনি জানান, ভবনের মধ্যে লোকজন আটকা পড়েছে এবং তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।
আফগানিস্তানে শিখ সম্প্রদায়ের প্রতিনিধি অ্যাডভোকেট নরেন্দ্র সিং খালসা বলেন, তিনি জানতে পেরেছেন যে, সকালে হামলা শুরু হয় এবং মন্দিরের মধ্যে ২০০ মানুষ আটকা পড়েছে।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে আফগান তোলো নিউজ এজেন্সি জানিয়েছে, চলমান গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই ঘটনার দায়িত্ব স্বীকার করে নি। আফগান তালেবান ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ ধরনের হামলা থাকে।
আফগানিস্তানে শিখ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তানে হাজার খানকে শিখ ও হিন্দুর বসবাস রয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বরিস জনসন করোনায় আক্রান্ত শুনে দৌঁড়ে পালিয়ে গেল তার উপদেষ্টা(ভিডিঔসহ)!

দেশটা কী পুলিসের বাবার নাকি-প্রশ্ন সাবেক হামাস প্রধান আল্লামা সাদের