দেশটা কী পুলিসের বাবার নাকি-প্রশ্ন সাবেক হামাস প্রধান আল্লামা সাদের

বাঙলাদেশ শাখা হামাসের সাবেক মহাসচিব আল্লামা সাদনান হাসান সাদ গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে  পুলিসের অত্যাচারের মাত্রা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন,"পুলিসের স্বেচ্ছাচারীতায় জনগণ হতাশ।সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিসকে একটি মারমুখী বাহিনীতে পরিণত করেছে।পুলিস,RAB,ডিবি যা ইচ্ছা তাই করছে।এ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই।দেশটাকে এই অবৈধ সরকার মগের মুল্লুকে পরিণত করেছে।দেশটা কী পুলিসের বাবার নাকি!জনগণের উচিত রাস্তায় নেমে এই অবৈধ সরকার ও তার দোসর পুলিসকে উপযুক্ত জবাব দেয়া।এই সরকারকে বিদায় করা।"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্রেইকিঙ!এবার করোনায় আক্রান্ত হলেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী!

বরিস জনসন করোনায় আক্রান্ত শুনে দৌঁড়ে পালিয়ে গেল তার উপদেষ্টা(ভিডিঔসহ)!

হামাস যোদ্ধাদের মুক্তির বিনিময়ে সৌদির সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করতে চায় #হুথি